শ্রীমঙ্গলের সড়ক-মহাসড়কের খানাখন্দে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের পর্যটন শহর শ্রীমঙ্গলের সড়ক-মহাসড়কের খানাখন্দে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পৌরসভার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কের উন্নয়নে দীর্ঘদিন কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তবে মেয়রের দাবি, পৌর এলাকার সড়কগুলোতে কোন সমস্যা নেই।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ওপর দিয়ে চলাচলকারী সড়ক মহাসড়কে খানাখন্দের সৃষ্টি হওয়ায় দুর্ভোগ এখন চরম আকার ধারণ করেছে। ১৯৯৪ সালের ১ জুলাই পৌরসভাটি দ্বিতীয় শ্রেণীতে এবং ২০০২ সালের ১ জুলাই প্রথম শ্রেণীতে উন্নীত হয়। এই পৌরসভার অভ্যন্তরীণ সড়কের উন্নয়নে দীর্ঘদিন কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
পৌরসভার মালিকানাধীন সড়কগুলো ঠিক থাকলেও, সড়ক ও জনপদ বিভাগের ঢাকা-শ্রীমঙ্গল-মৌলভীবাজার মহাসড়ক এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক দু’টির বেহাল দশার কথা স্বীকার করলেন পৌর মেয়র। দ্রুত সড়কগুলোর সংস্কারে উদ্যোগি হবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।