শ্রীমঙ্গল উপজেলায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শহর
- আপডেট সময় : ০৪:৪৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে শহর। এর মধ্যেই স্বতন্ত্র মেয়র প্রার্থীর বাসায় হামলা চালিয়ে চারজনকে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পৌরসভার বানুগাছ রোড এলাকায় গেলরাতে দেশীয় অস্ত্র নিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী এবং বর্তমান মেয়র মহসিন মিয়ার বাসায় এ হামলা চালানো হয়।মেয়র মহসিন মিয়া অভিযোগ করেন, নৌকার প্রার্থীর পক্ষে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী তাঁর বাসায় এ হামলা চালায়। ওই সময় সন্ত্রাসীদের হামলায় তাঁর ভাতিজা রাজ আহমদসহ চার জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা ও সিলেটে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুরে আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র এক চেয়ারম্যান প্রার্থীকে অস্ত্র ঠেকিয়ে হামলা চালিয়ে তুলে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে অপর এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। এলাকাবাসী এগিয়ে আসলে প্রাণে বেঁচে যায় ওই প্রার্থী। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের বল্লভদী এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ নভেম্বর ইউপি নির্বাচনকে ঘিরে গাইবান্ধা সুন্দরগঞ্জের ১৫ নম্বর কাপাসিয়া ইউনিয়নে নৌকা প্রতীক ভাংচুর করেছে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী মঞ্জুর মিয়ার লোকজন।এসময় রফিকুল আযম সরকারকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করেন নৌকার প্রার্থী।