শ্রীলংকার কাছে ৯৭ রানে হেরেছে বাংলাদেশ
- আপডেট সময় : ১২:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
প্রথম দুই ওয়ানডের মতো এবার আর ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলংকার কাছে ৯৭ রানে হেরেছে বাংলাদেশ। লঙ্কানদের দেয়া ২৮৭ রানের টার্গেটে খেলতে নেমে ১৮৯ রানে থামে তামিমের দল।
তাতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ বাংলাদেশ টপঅর্ডার। সুযোগ পেয়েও আস্থার প্রতিদান দিতে পারেননি নাঈম শেখ, ফিরেছেন ১ রানে। ফের ব্যর্থ সাকিব, আউট ৪ করে। টিকতে পারেননি তামিম ইকবালও। ১৭ রানে তামিমকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন চামিরা। চতুর্থ উইকেটে বিপর্যয় কাটান মুশফিক-মোসাদ্দেক। তবে, এ দুইয়ের ৫৬ রানের প্রতিরোধ ভাঙ্গে মুশফিকের ২৮ রানের বিদায়ে। এরপর মাহমুদউল্লাহ ছাড়া আর প্রতিরোধ গড়তে পারেননি কেউই। সর্বোচ্চ ৫৩ রান করেন রিয়াদ। ক্যারিয়ার সেরা ১৬ রানে পাঁচ উইকেট নেন চামিরা। এর আগে টস জিতে আগে ব্যাট করে কুশাল পেরেরার শতকে ৬ উইকেটে ২৮৬ রান তোলে শ্রীলংকা। অবশ্য দু’বার জীবন পেয়ে ক্যারিয়ারের ষষ্ঠ ওয়ানডে শতক তুলেছেন পেরেরা। ১২০ রান আসে লঙ্কান অধিনায়কের ব্যাট থেকে। ৪ উইকেট নেন তাসকিন। ম্যাচ সেরা চামিরা আর সিরিজ সেরা হয়েছেন মুশফিকুর রহিম।