শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড
- আপডেট সময় : ০৬:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
শ্রীলংকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তারকা ক্রিকেটাররা না থাকলেও তাদের দলে ফেরানো হয়েছে।
তবে টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে টি-টুয়েন্টি থেকে বিশ্রাম দেয়া হয়েছে। টেস্ট দল থেকে বাদ পড়েছেন মার্কোস হ্যারিস। লঙ্কানদের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা। ২৪ বছর পর পাকিস্তান সফরে গেলেও সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে বিশ্রামে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল, স্মিথ, ওয়ার্নার, মিচেল মার্শ, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন, ম্যাথু ওয়েড এবং কেন রিচার্ডসনরা। তাদেরকে ফেরানো হয়েছে শ্রীলঙ্কা সিরিজে। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দলে নেই প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে বিশ্রাম দেয়া হয়েছে ২০ ওভারের ক্রিকেট থেকে। সিরিজ খেলতে চলতি বছরের জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া।