শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে আগ্রহী অলরাউন্ডার সাকিব
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে আগ্রহী সাকিব আল হাসান। শুক্রবার চট্টগ্রাম পৌঁছে দলের সাথে যোগ অনুশীলনে দিয়েছেন আজ।
রোবাবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষের পাঁচদিনের প্রথম টেস্ট। অবশেষে স্বস্তির খবর মিলেছে। সাকিবকে নিয়েই আগামীকাল চট্টগ্রাম টেস্টের একাদশ সাজাবে বাংলাদেশ দল। শনিবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে টাইগারদের টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। এদিকে শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, টেস্টে খেলতে হলে সাকিবের ফিটনেস ট্রেইনারের ছাড়পত্র লাগবে। অন্যদিকে, হেড কোচ রাসেল ডমিঙ্গো বলছেন, ৬০ ভাগ ফিটনেস নিয়ে টেস্টে খেলা দুস্কর। অনুশীলনে না থেকে হুট করে খেলতে নেমে তাল মেলানো কঠিন। পুরো পাঁচদিন খেলতে পারবেন কিনা… এসব বিষয় অবশ্যই বিবেচনায় আনতে হবে। ১০ মে সাকিব করোনা পজেটিভ হয়েছেন এমন খবর দেয়া হয় বিসিবি থেকে।