শ্রীলঙ্কায় আগামী দুই সপ্তাহের জন্য জ্বালানি বিক্রিতে বিধিনিষেধ জারি
- আপডেট সময় : ০৮:১৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ভয়াবহ অর্থনৈতিক সংকটে নিমজ্জিত শ্রীলঙ্কায় আগামী দুই সপ্তাহের জন্য জ্বালানি বিক্রিতে বিধিনিষেধ জারি করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এ সময়ে শুধু জরুরি পরিষেবায় যুক্ত গাড়িগুলোতে পেট্রোল ও ডিজেল সরবরাহ করা হবে।
কর্তৃপক্ষ বলছে, ‘অপ্রয়োজনীয়’ যানবাহনের জন্য জ্বালানি বিক্রি স্থগিত করা হয়েছে। শুধু বাস, ট্রেন এবং চিকিৎসা সেবা ও খাদ্য পরিবহনের জন্য ব্যবহৃত যানবাহনে জ্বালানি সরবরাহ করা হবে। আগামী ১০ জুলাই পর্যন্ত ব্যক্তিগত গাড়ির জন্য পেট্রোল ও ডিজেল বিক্রি করা হবে না। গত এক সপ্তাহে কলম্বো ও এর আশপাশের এলাকার স্কুল বন্ধ রাখা হয়েছে। লোকজনকে বাইরে না গিয়ে ঘরে বসে কাজ করার পরামর্শ দেয়া হয়েছে। তলানিতে ঠেকেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ফলে খাদ্যসামগ্রী, ওষুধ, জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী আমদানি করতে পারছে না কর্তৃপক্ষ। মন্ত্রিসভার মুখপাত্র বন্দুলা গুনেবর্ধনা বলেছেন, শ্রীলঙ্কার ইতিহাসে আর কখনও এতো বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়েনি দেশটি। পরিস্থিতি মোকাবিলায় সোমবার লাইনে অপেক্ষমাণ মানুষকে টোকেন দিতে দেখা গেছে সেনা সদস্যদের।