শ্রীলঙ্কায় জনসমুক্ষে মুখ ঢাকা বোরকা পরায় নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ০৮:৩৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার মন্ত্রিসভা জনসমুক্ষে মুখ ঢাকা বোরকা পরায় নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে অনুমোদন দিয়েছে । এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের এক বিশেষজ্ঞ ।
মঙ্গলবার সাপ্তাহিক সভায় জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ ভিরাসেকারার উত্থাপিত এই প্রস্তাবের অনুমোদন দেয় ক্যাবিনেট। প্রস্তাবটি এখন অ্যাটর্নি জেনারেলের বিভাগে পাঠানো হবে এবং আইন হিসেবে পাস হতে সংসদের অনুমোদন লাগবে। মুসলিম নারীদের ধর্মীয় পোশাক বোরকাকে ভিরাসেকেরা ‘ধর্মীয় চরমপন্থার পরিচায়ক’ বলে উল্লেখ করেছে । তিনি বলেন, এই নিষেধাজ্ঞার ফলে জাতীয় নিরাপত্তা উন্নত হবে । ২০১৯ সালে শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে আত্মঘাতি বোমা হামলায় ২৬০ জন নিহত হওয়ার পর বোরকা সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল সরকার ।সন্ত্রাসী সংগঠন আইএস এর সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় দুটি সংগঠনকে এই হামলার জন্য দায়ী করা হয়।