শ্রীলঙ্কায় নতুন বিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালিয়ে গেছে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে

- আপডেট সময় : ০৩:৪৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কায় নতুন বিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালিয়ে গেছে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। ছাত্র বিক্ষোভে নতুন করে অশান্ত হয়ে কলোম্বোয় জারি করা হয়েছে কারফিউ। পরিস্থিতি সামলাতে পুলিশ টিয়ার গ্যাস এবং জলকামান ছুঁড়েছে। বিক্ষোভের আয়োজকরা বলছেন, শিক্ষার্থীরা রাতভর অবস্থান ধর্মঘট করেছে এবং আজ তাদের সঙ্গে যোগ দেবে আরও নানা শ্রেণি-পেশার মানুষ ও বিরোধী দলের সমর্থকরা।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার রাত ৯টা থেকে কলম্বো এবং আরও কয়েকটি শহরতলীতে কারফিউ বলবৎ হয়েছে। তবে এ কারফিউ কখন তুলে নেয়া হবে তা পুলিশ জানায়নি। শুক্রবার ইন্টার ইউনিভার্সিটি স্টুডেন্ট ফেডারেশনের সদস্য ওয়াসানথা মুদালিগের নেতৃত্বে প্রেসিডেন্টের বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু হয়। তিনি বলেন, জ্বালানি সংকট এবং দিনে তিনবেলা খাবার জোগাড় না হওয়ার পেছনে প্রেসিডেন্ট এবং তার সরকার দায়ী। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বিদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ থামবে না বলেও হুঁশিয়ারী দেয় স্টুডেন্ট ফেডারেশন। গত মে মাসে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী হয়েছেন রনিল বিক্রমাসিংহে।