শ্রীহীন সৈকতে পরিনত হচ্ছে কুয়াকাটা, ক্ষুব্ধ পর্যটকরা
- আপডেট সময় : ০৭:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সমুদ্র সৈকত কুয়াকাটার তীর রক্ষায় ব্যবহার হচ্ছে বালি ভর্তি জিও টিউব ও জিও ব্যাগ। এতে দিন দিন সৌন্দর্য হারাচ্ছে সৈকতটি। বাইরে থেকে আনার কথা থাকলেও, সৈকতের বালি ব্যবহার করা হচ্ছে উন্নয়ন কাজে। এতে করে সৈকতের বিভিন্ন পয়েন্টে তৈরি হয়েছে বড় বড় গর্ত। দিন দিন শ্রীহীন সৈকতে পরিনত হচ্ছে কুয়াকাটা। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ পর্যটকরা।
বর্ষা মৌসুমে উত্তাল সাগরের ঢেউ আছরে পরে সাগর পাড়ে। এ কারনে বিগত কয়েক বছর থেকে সমুদ্র সৈকতে বালি ভর্তি জিওব্যাগ এবং জিও টিউব বসাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তবে বাস্তবে এর সুফল মিলছে না।উল্টো দিন দিন সৈকতের সৈন্দর্য নস্ট হচ্ছে। টিউবে নির্দিষ্ট মানের বালি ভরার কথা থাকলেও বাস্তবে সৈকতের বালি দিয়েই টিউব এবং জিও ব্যাগ ভরাট করা হচ্ছে। ফলে সৈকতের বিভিন্ন পয়েন্ট ছোট বড় গর্তের সৃষ্টি হচ্ছে।
কাজের তদারকির দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোডের্র সংশ্লিষ্ট প্রকৌশলী জানালেন, ঠিকাদারী প্রতিষ্ঠান নির্ধারিত পরিমাপের বালু দিয়ে কাজ করার কথা। এ ক্ষেত্রে সৈকতের বালু ব্যবহারের কোন সুযোগ নেই। তবে অভিযোগের বিষয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন।
কুয়াকাটায় অপরিকল্পিত উন্নয়নে প্রতি বছর সরকারের কোটি কোটি টাকা অর্থ অপচয় হচ্ছে। এত সমুদ্র সৈকত দিন দিন জরাজীর্ন হচ্ছে বলে মনে করেন পর্যটকরা।