শ্রেণীকক্ষে নয় এবার শিক্ষার্থীরা ক্লাস করতে বসলো রাজপথে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
শ্রেণীকক্ষে নয় এবার শিক্ষার্থীরা ক্লাস করতে বসলো রাজপথে। আর ক্লাস নিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এমন প্রতিবাদী কর্মসুচি পালিত হয়। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে রাজশাহীতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজপথেই এবার প্রতিকী ক্লাস ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ক্লাস নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ। এই ক্লাসে একজন শিক্ষার্থী দুই-এর ঘরের নামতা পড়েন ও শিশুকালে স্কুলের মতো উপস্থিত শিক্ষার্থীদেরও পড়ান। পরে মোহাম্মদ জাকারিয়া নামে একজন শিক্ষার্থী সেই নামতা রাবি অধ্যাপকের সামনে পড়ে শোনান এবং দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রতিবাদ হিসেবে ভুল করে পড়েন। সংহতি প্রকাশ করে ক্লাসে উপস্থিত ছিলেন- রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না।