ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ শেষ
- আপডেট সময় : ০৫:০০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪
- / ১৭১৩ বার পড়া হয়েছে
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ শেষ। সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে টানা বিকেল ৪টা পর্যন্ত। চলছে গণনা। এরমধ্যে ২২টিতে ইভিএমে ভোট নেয়া হয়; বাকিগুলো ব্যালট পেপারে। সার্বিকভাবে ৩০ শতাংশের কাছাকাছি ভোট পড়ার খবর মিলেছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সব উপজেলায় সক্রিয় রয়েছে।ঢাকার কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের একটি কক্ষে প্রথম এক ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র একজন। এদিকে..ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোন ভোটার উপস্থিতি ছিল না। অন্য কেন্দ্রেও ভোটার উপস্থিতি দেখা যায়নি। বৃষ্টির কারণে রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলায় ভোটার উপস্থিতি কম।গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলায় পাটগাতি ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামে ঘোষেরঘাট সরকার প্রাথমিক বিদ্যালয়ে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের সামনেই টেবিলের ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটে। কেন্দ্রের বাইরে প্রভাব বিস্তার, পোলিং এজেন্ট বের করে দেয়াসহ নানা অভিযোগ নিয়ে চলছে ঢাকার কেরানীগঞ্জের উপজেলা নির্বাচন।চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় অসুস্থ হয়ে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। নির্বাচনে জয়লাভ করবে না জেনেই বিএনপি উপজেলা পরিষদের ভোট বর্জন করেছে। তাদের মাঝে কোন রাজনৈতিক স্থিতিশীলতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। উপজেলা পরিষদ নির্বাচনে ছেলের পক্ষে দলীয় বা রাজনৈতিকভাবে কোন প্রভাব বিস্তার করা হয়নি বলে জানান তিনি।