সংক্ষিপ্ত সিলেবাস তৈরি ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার ব্যবস্থা করার দাবি
- আপডেট সময় : ০৫:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
৯ মাস ধরে স্কুলের সাথে কোন সম্পর্ক নেই এসএসসি পরীক্ষার্থীদের। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবক ও শিক্ষকরা। করোনাকালে দরিদ্র ও গ্রামের শিক্ষার্থীদের পড়াশুনা তেমন এগোয়নি। তাই সংক্ষিপ্ত সিলেবাস তৈরি ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার ব্যবস্থা করার দাবি সবার।
করোনার আতঙ্কে গত বছর মার্চের শেষ দিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। অনলাইনে ক্লাস নিলেও তাতে অংশ নিয়েছে হাতেগোনা শিক্ষার্থী। এতে তেমন সুফলও বয়ে আনেনি। সিলেবাস অনুযায়ী পড়াশুনা না হওয়ায় পাঠ্যবই রয়ে গেছে নতুনের মতো। কেউ কেউ প্রাইভেট শিক্ষক রেখে পড়াশুনা ধরে রাখার চেষ্টা চালিয়েছে মাত্র।
করোনার প্রথম পর্যায়ে সন্তানদের ঘরে রাখতে পড়াশুনায় চাপ দেয়া যায়নি। যে করনে পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি হয়নি, বলে মনে করেন অভিভাবকরা।সংক্ষিপ্ত সিলেবাস স্কুলেই শেষ করে, পরীক্ষার্থীদের কেন্দ্রে পাঠালে ভালো ফলাফল আসবে বলে আশা করছে শিক্ষকরা।
শিক্ষামন্ত্রীর দিক-নির্দেশনা অনুযায়ীই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান শিক্ষা বোর্ড চেয়ারম্যান।এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এক লাখ ছ’হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছে।