সংখ্যালঘু ইস্যুতে ‘ভুল ধারণা’ কূটনীতিকদের কাছে স্পষ্ট করল সরকার
- আপডেট সময় : ০৭:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
বাংলাদেশী হিন্দুদের নিয়ে ভুল ধারণা তৈরি করছে ভারতীয় মিডিয়ার একাংশ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিষয়টি পরিষ্কার করতে কূটনৈতিকদের প্রকৃত পরিস্থিতি অবহিত করার কথা জানান তিনি। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিং শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা । তৌহিদ হোসেন বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কারো উপর আক্রমণ হবে না, সেটি নিশ্চিতে কাজ করেছে সরকার। পারস্পরিক স্বার্থ অক্ষুন্ন রেখে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক রাখতে চায় বলেও জানান তিনি।
রাষ্টীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘু ইস্যুর পাশাপাশি চিন্ময় দাসসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহ কূটনীতিকদের অবহিত করা হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে বৈশ্বিক ক্যাম্পেইন চলছে অভিযোগ করে তিনি বলেন, কোন ধরনের সাম্প্রদায়িক কার্যকলাপ দেশে চলবে না।
ভারতের মমতা ব্যানার্জির বক্তব্যটি সঠিক নয় বলেও জানান তিনি। কয়েকটি সীমান্ত দিয়ে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে উস্কানিমূলক বলেও মনে করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে বৃটেনের সর্বদলীয় সংসদীয় গ্রুপ যে প্রতিবেদন দিয়েছে, সেটি একপেশে।
৫ তারিখের আগের ও পরের সরকারের পার্থক্য আছে সেটি অভিযোজনে কোনও দেশের সময় লাগতে পারে বলেও জানান তৌহিদ হোসেন।