সংঘাতের পরিস্থিতি তৈরি করতে পাল্টা সমাবেশ ডেকেছে আ’লীগ : ফখরুল
- আপডেট সময় : ০৮:৩৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
দেশে রাজনৈতিক সংঘাত সৃষ্টি করতেই ২৭ জুলাই বিএনপির মহাসমাবেশের দিনে, যুবলীগ পাল্টা কর্মসূচি দিয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো ধরনের সংঘাত হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে। রাজধানীর নয়াপল্টনে যৌথ সভাশেষে সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল বলেন, শুধু বাংলাদেশ নয়, বিদেশীরাও সুষ্ঠু নির্বাচন চায়।
২৭ জুলাই বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির মহাসমাবেশ সফল করতে রাজধানীর নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মহাসমাবেশ সফল করতে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান তিনি।সরকারি দল একইদিনে কর্মসূচি দিয়ে, পরিস্থিতি অশান্ত করতে চায় বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
আন্দোলন অবশ্যই সফল হবে। কারণ দেশের ৯০ ভাগ মানুষ সরকারের পরিবর্তন চায় বলেও জানান মির্জা ফখরুল।
এদিকে, সরকার পতনের এক দফা দাবিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয় কার্যালয়ের সামনে অনশন করে মুক্তিযুদ্ধো দল। এতে দলীয় মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য ছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।