সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের নৈতিকতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪০:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের নৈতিকতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবির আহম্মেদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।