সংবিধান অনুযায়ী বতর্মান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জি এম কাদের
- আপডেট সময় : ০৮:৪৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ১৭০৪ বার পড়া হয়েছে
জাতীয় পাটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ঢাকা-১৭ আসনের নির্বাচনে প্রমাণ হয়েছে, সংবিধান অনুযায়ী বতর্মান সরকারের অধীনে সুষ্ঠু নিবাচন সম্ভব নয়। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ব্যবস্থাকে সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিতে হবে। দুপুরে রাজধানীর বনানীতে ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর নেতৃত্বে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জাতীয় পাটিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন জি এম কাদের।
রাজধানীর বনানী কার্যালয়ে ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর নেতৃত্বে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী চেয়ারম্যান জি এম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পাটিতে যোগদান করেন।
অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে তছনছ করেছে। একারণে সংবিধানের দোহাই দিয়ে লাভ হবে না, সরকারের নিয়ন্ত্রণের বাইরে নির্বাচন হতে হবে।
আন্দোলনের নামে রাস্তায় নামলে নির্যাতন কোনোভাবেই কাম্য নয় মন্তব্য করে তিনি বলেন, গণতান্ত্রিক ধারা নষ্ট করে এক নায়কতন্ত্র চালুকে সমর্থন করে না জাতীয় পর্টি।
দেশের রাজনীতিতে ক্রান্তিকাল চলছে; দেশের সামনে অমানিশার অন্ধকার বলেও মন্তব্য করেন জি এম কাদের।