সংবিধান সংশোধন করে ইসি গঠনের পরিস্থিতি তৈরি হয়নি: তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৩৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কেউ সংলাপে আসুক বা না আসুক নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না। নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে শক্তিশালী ইসি গঠনে বিএনপিকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এদিকে, সংবিধান সংশোধন করে নির্বাচন কমিশন গঠন করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে মন্তব্য করেছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ।
বুধবার সরকারি নিজ বাসভবনে ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের..
নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংগে সংলাপ অর্থহীন এবং এই সংলাপে—সংকটের সমাধান হবে না, -বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন গঠনে এর আগে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে এবারও সেই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার মিথ্যাচার করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আ’লীগ সাধারণ সম্পাদক বলেন-সরকার নয়,মিথ্যাচার আর বিএনপি এখন সমার্থক শব্দ।
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির ৪০বছর পূর্তী অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করেনা বলেই ক্ষমতায় যেতে চোরাগলি খুঁজছে।
রাষ্ট্রপতির সংলাপের মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন হবে। সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার কোন উপায় নেই বলেও সাফ জানিয়ে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।