সংযোগ সড়ক না থাকায় ১১ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে শেরপুরের গজারমারী সেতু
- আপডেট সময় : ০৭:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সংযোগ সড়ক না থাকায় ১১ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে শেরপুরের ঝিনাইগাতীতে কোটি টাকা ব্যয়ে নির্মিত গজারমারী সেতু। রাস্তা না থাকায় অন্তত ১৫টি গ্রামের মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে সেতুটি। স্থানীয়দের অভিযোগ, বার বার আশ্বাস পেলেও কাজের কাজ হচ্ছেনা কিছুই। দ্রুত সময়ের মধ্যে সেতু ও রাস্তা উন্নয়ন করা হবে বলে জানান, উপজেলা প্রকৌশলী।
কেউ পায়ে হেঁটে, কেউবা নৌকা দিয়ে পার হয়ে যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যে। অথচ, পাশেই পড়ে আছে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত গজারমারী সেতু। স্থানীয়দের অভিযোগ, মাটিয়াপাড়া-বাগেরভিটা সড়কটি নির্মাণ না করেই তৈরি হয় এই সেতু। শুষ্ক মৌসুমে চলাচল করা গেলেও, বর্ষায় তা অনুপযোগী হয়ে পড়ে। ফলে, দুর্ভোগে পড়েছে প্রায় ১৫টি গ্রামের অন্তত ২০ হাজার মানুষ।
সড়ক ও সেতু উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানালেন, এই কর্মকর্তারা।
শিগগিরই আশ্বাসের বাস্তবায়ন দেখতে চায় এলাকাবাসী।