সংসদে রাজাকার সন্তানদের প্রতিনিধিত্ব রাষ্ট্রের জন্য অমর্যাদাকর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
জাতীয় সংসদে রাজাকারের সন্তানদের প্রতিনিধিত্ব করা রাষ্ট্রের জন্য অমর্যাদাকর বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক।
একইসঙ্গে তাদের আওয়ামী লীগের মনোনয়ন দেয়াও দুঃখজনক ও বিব্রতকর। সকালে বরগুনার সার্কিট হাউস মাঠে ১২শ’ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বরগুনা জেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে ছিলো বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের খোঁজ নেয়া ও অর্থ সহায়তা দেয়। ফ্রি মেডিকেল ক্যাম্প, ভিক্ষুক পূনর্বাসন, মেধাবী দরিদ্র শিক্ষার্থী ও হতদরিদ্র মানুষকে অর্থ সহায়তা এবং ৫০ হাজার গাছের চারা বিতরণ।