সংসদ নির্বাচন নিয়ে আবারো অংশীজনের মতামত চাইবে ইসি
- আপডেট সময় : ০৯:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭০৭ বার পড়া হয়েছে
দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার এক বছর পূর্তিতে ফের অংশীজনের মতামত নেবে ইসি। নির্বাচন নিয়ে ‘প্রত্যাশা ও করণীয়’ বিষয়ে অংশীজনের সঙ্গে পরামর্শ করতে ১৩ সেপ্টেম্বর আলোচনায় বসবে কমিশন। প্রথম ধাপে গণমাধ্যম, সুশীল সমাজের প্রতিনিধি ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তবে রাজনৈতিক দলের সঙ্গে ফের সংলাপ হবে কি না সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন আয়োজনের পরামর্শ দেবেন তারা।
দরজায় কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। দুই মাস পরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তবে এ নির্বাচন কোন সরকারের অধীনে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলো পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে।
তবে সংকট সমাধানে একটি অবাধ, গ্রহনযোগ্য নির্বাচনের প্রত্যাশার কথা জানান নির্বাচন বিশ্লেষকরা। সব রাজনৈতিক দলকে নির্বাচনে আসার সুযোগ সৃষ্টি করতে হবে বলেও মত দেন জানিপপ চেয়ারম্যান। এর আগেও বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপে বসেছিলো ইসি। নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা আর ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের কথা জানিয়েছে ইসি ।