সংসদ নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে বলেছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল
- আপডেট সময় : ১২:০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ১৯১৫ বার পড়া হয়েছে
বাংলাদেশে বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত সংসদ নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে অর্থবহ সংলাপে বসতে বলেছে যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দল। গত সপ্তাহে বাংলাদেশ সফর করে দলটি। ৫ দিনের মিশন শেষে মার্কিন প্রতিনিধিদল আসন্ন নির্বাচন কেন্দ্র করে সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশনসহ অংশীজনদের কাছে ৫টি সুপারিশ রেখেছে।
ওয়াশিংটন থেকে প্রচারিত যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি মূল্যায়নে ৭ অক্টোবর ঢাকায় আসে মার্কিন প্রতিনিধিদল। সফরকালে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে তারা। নির্বাচন কমিশনসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গেও কথা বলেন তারা। এর আগে সংসদ নির্বাচনের পরিবেশসহ নির্বাচন-পূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় গত জুলাইয়ে বাংলাদেশ সফর করে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। তাদের সুপারিশের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ।