সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণ বৈধ বলে রায়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
নকশার বাইরে সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণকে বৈধ বলে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বাতিল করে এ রায় দেয়। এর আগে ২০০২ সালে সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণ শুরু হলে ২০০৩ সালে বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে বাপা ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস। এরপর ২০০৪ সালের ২১ জুন হাইকোর্ট ওই রিটের রায় দেন। এতে বলা হয়, সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন নির্মাণ অবৈধ। পরে, রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। অবশেষে আবেদনের শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়টি বাতিল করে দেয়।