সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানোসহ সাত দফা দাবি
- আপডেট সময় : ০৯:০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানোসহ সাত দফা দাবি জানিয়েছে ১৯৭৭ সালে কথিত বিদ্রোহ দমনের নামে চাকরিচ্যুত ও হত্যাকাণ্ডের শিকার সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবার।
দুপুরে চন্দ্রিমা উদ্যানের সামনে ‘মায়ের কান্না’ সংগঠনের ব্যানারে মানববন্ধনে এ দাবি জানান তারা। মানববন্ধনে বঙ্গবন্ধুসহ বিভিন্ন হত্যাকান্ডের ঘটনায় ট্রুথ কমিশন গঠন করে জিয়াউর রহমানের মরনোত্তর বিচার দাবি করেন বক্তারা।
পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে চন্দ্রিমা উদ্যান জড়ো হন জিয়াউর রহমানের আমলে গণফাঁসির শিকার সেনা ও বিমান বাহিনীর পরিবারের সদস্যরা। এতে যোগ দেন আওয়ামী লীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মীরাও।
মানববন্ধনে সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর অপসারণসহ ৭ দফা দাবি তুলে ধরেন তারা।
প্রিয়জনদের স্মৃতি হিসেবে ফাঁসি দেয়া সেনা ও বিমান বাহনীর কর্মকর্তাদের কবর শনাক্তের দাবিও জানান পরিবারের সদস্যরা।
এসময় অন্যায়ভাবে ফাঁসি, কারাদণ্ড ও চাকরিচ্যুত করার অপরাধে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারে ট্রুথ কমিশন গঠনের কথা বলেন বিশিষ্টজনরা।
মানববন্ধনে জিয়াউর রহমানের কবর না সরালে মায়ের কান্না সংগঠনের পক্ষ থেকে তা ভেঙ্গে ফেলার হুশিয়ারী দেয়া হয়।