সংসদ সদস্যরা ক্ষমতা সম্প্রসারণ, দুর্নীতি-অনিয়মের সাথে জড়িয়ে পড়েছে
- আপডেট সময় : ০২:৩২:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
সংসদ সদস্যরা স্থানীয় উন্নয়ন প্রকল্প, ক্রয় বিতরণসহ নানা কাজে স্থানীয় রাজনীতি, ক্ষমতা সম্প্রসারণ, দুর্নীতি-অনিয়মের সাথে জড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সংসদীয় আসন ভিত্তিক থোক বরাদ্দ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সুশানের চ্যালেঞ্জ বিষয় প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় টিআইবি’র নির্বাহী পরিচালক বলেন, সংসদ সদস্যরা নিজের সম্পদ এবং সুযোগ সুবিধান বৃদ্ধির একটি মাধ্যম হিসেবে ব্যবহার করছে এ সব প্রকল্প এবং স্কিম। তিনি বলেন, জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন প্রক্রিয়ার সাথে দলীয় রাজনীতি করে দেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। যা এখানে প্রকট আকার ধারণ করেছে। যার কারণে জনগনের প্রতি তাদের জবাবদিহিতার পথ রুদ্ধ করেছে। কোনো আইনি নীতিমালা না থাকলেও ১৫ বছর ধরে চলমান এ ব্যবস্থা থেকে সংসদ সদস্যদের সরিয়ে আনতে দাবি জানান ড. ইফতেখারুজ্জামান।