সকল সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করে বঙ্গবন্ধুর আর্দশকে বুধে ধারণ করে এগিয়ে যেতে হবেঃ শাজাহান খান
- আপডেট সময় : ০৮:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সকল সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করে বঙ্গবন্ধুর আর্দশকে বুধে ধারণ করে এগিয়ে যেতে হবে, এজন্য সবাই প্রস্তুত থাকবেন। বিএনপিকে উদ্দেশ্য করে সেই আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শাজাহান খান। শনিবার বিকেলে সদর উপজেলার চরমুগুরিয়া এলাকায় কুমার নদের উপর ১১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৯৯মিটার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সেতুর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এ সময় শাজাহান খান আরো বলেন, আওয়ামী লীগ সরকার কখনই সন্ত্রাসী কর্মকান্ড পছন্দ করেনা, সন্ত্রাসীদের লালনও করেনা। বরং আওয়ামী সরকার সন্ত্রাসীদের সকল কর্মকান্ডকে সব সময় মোকাবেলা করে। এজন্য রাজপথে দলের নেতাকর্মীরা সর্বত্রই রয়েছে। নতুন প্রজন্মদের কাছে মুক্তিযুদ্ধের অবদান তুলে ধরার জন্য সরকার নানা পরিকল্পনা হাতে নিয়েছে উল্লেখ্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান আরো বলেন, নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর আর্দশকে অনুধাবন করে নিজের জীবনে ধারণ করতে পারে, সেজন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এজন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফলকে মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বাবুল আকতার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খানসহ অনেকেই।