সকাল থেকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানিতে নিমজ্জিত সাতক্ষীরার নিম্নাঞ্চল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
লঘুচাপে আজও সাতক্ষীরায় সকাল থেকে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানিতে নিমজ্জিত জেলার নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
ইতোমধ্যে পানিতে ভেসে গেছে উপকুলীয় এলাকার শত শত বিঘা মৎস্য ঘের। শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী ও বুড়িগোলিনী ইউনিয়নের দাতিনাখালী বেঁড়িবাধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। আতংকে রয়েছে উপকুল বাসী। ঝুঁকির মধ্যে রয়েছে উপকুলীয় এলাকার ৩৫টি পয়েন্টে প্রায় ৬২ কিলোমিটার জরাজীর্ণ বেঁড়িবাধ। গত ২৪ ঘন্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে…নিম্নচাপে নড়াইলে গত চারদিনের বর্ষণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। সকাল থেকে একটানা বৃষ্টিতে জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয়নি। পৌরসভার অন্তত আড়াই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।