আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল, রাস্তায় ভোগান্তিতে পড়েছে মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ১৯০৭ বার পড়া হয়েছে
সংঘর্ষ আর মহাসমাবেশ পণ্ড হওয়ায় সরকারকে দায়ী করে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। সকালে হরতালের প্রথম ভাগে রাজধানীর সড়কগুলোতে যানবাহন দেখা গেছে তুলনামূলকভাবে কম।
সপ্তাহের প্রথম কার্যদিবসের কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে ভোগান্তিতে পড়েছে মানুষ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা গেছে বিপুল সংখ্যক পুলিশের সতর্ক উপস্থিতি। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও অবস্থান নিয়েছে পুলিশ।
গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও বিএনপির হরতালে সমর্থন দিয়েছে। হরতাল ডেকেছে জামায়াতে ইসলামীও।
গতকাল নয়াপল্টনে মহাসমাবেশ পণ্ড হওয়ার আগমুহূর্তে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের হরতালের ঘোষণা দেন।