সঠিক নদী ব্যবস্থাপনা না হলে ঝুঁকির মুখে পড়বে দেশের উন্নয়ন
- আপডেট সময় : ০৬:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
সঠিক নদী ব্যবস্থাপনা না হলে ঝুঁকির মুখে পড়বে দেশের উন্নয়ন। এমন শঙ্কার কথা জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলই নদীপথের উন্নয়নে কাজ করেনি। এসময় বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক জানান, নদীদূষণ ও দখল রোধের পাশাপাশি নাব্যতা ঠিক রাখতে ৪টি মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করছে সরকার। তবে বেসরকারি উদ্যোক্তাদের সহায়তা প্রয়োজন। দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তারা।
দূষণ, দখল ও নাব্য সংকটে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী মাতৃক বাংলাদেশ।বিআইডাব্লিউটিএ-র হিসেবে, সারাদেশে ২৩০টি নদীর ওপর দিয়ে প্রায় ২৪ হাজার কিলোমিটারের বেশী নৌপথ ছিল, যার সিংহভাগই ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে।
এমন প্রেক্ষাপটে নদী, নৌপথ ও পর্যটন খাতের বিকাশে করণীয় শীর্ষক এই সেমিনারের আয়োজন করে শিপিং অ্যাণ্ড কমিউনিকেশনস রিপোর্টার্স ফোরাম নামের একটি সংগঠন। এসময় নদী সুরক্ষায় সরকারের উদ্যোগের কথা জানান বিআইডাব্লিউটিএ-র চেয়ারম্যান।
প্রধান অতিথির বক্তব্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে নদীর গুরুত্ব তুলে ধরেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।
অসুস্থ রাজনীতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন পর্যটন শিল্পের পথে বড় বাধা বলেও মন্তব্য করেন তিনি।
বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সরকার ছাড়া আরো দলই দেশের নদী পথের উন্নয়নে কাজ করেনি বলেও অভিযোগ করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।