সড়ক দুঘটনায় ২ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৪০ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও ও মাগুরায় সড়ক দুঘটনায় ২ জন নিহত হয়েছেন। আহত হন আরো ৩ জন ।
গতরাতে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ডেনিশ মোড়ে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক কাঠ ব্যবসায়ী নিহত হন। ফায়ার সার্ভিস ইন্সপেক্টর সারওয়ার হোসেন জানান, ঠাকুরগাঁও শহর থেকে সালন্দরের দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি এসময় আর অপর দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী।
মাগুরায় মিনি ট্রাক ও এ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ন ইহত হয়েছেন আরো একজন। আহত হন আরো দু’জন। গতরাতে ঝিনাইদহ মহাসড়কে ছোট ব্রিজ এলাকায় এ দুঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।