সড়ক দুঘর্টনায় সাতক্ষীরা, নেত্রকোণায় ২ শিক্ষকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুঘর্টনায় সাতক্ষীরা, নেত্রকোণায় ২ শিক্ষকের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরার কলারোয়ায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক প্রভাষক নিহত হন। গতরাতে হেলাতলা ইউনিয়নের দমদম বাজারএ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত প্রভাষক মফিজুল মোটরসাইকেলে কলারোয়া থেকে নাথপুর যাচ্ছিলেন। পথে মাটি বহনকারী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নেত্রকোণা পৌর শহরের মুক্তারপাড়ায় পিকআপ চাপায় আরেক শিক্ষক নিহত হন। গতরাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় , রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে পিকআপ তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।