সড়ক দুর্ঘটনায় নওগাঁ ও ময়মনসিংহে ৫ জন নিহত
- আপডেট সময় : ০৫:৩৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় নওগাঁ ও ময়মনসিংহে ৫ জন নিহত হয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, ভোরে মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে একটি বালুবাহী ট্রাক থেমে ছিল। অপরদিক থেকে আসা খড়বোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকের চালকের পাশে বসে থাকা পান ব্যবসায়ী দীনেশ চন্দ্র ও দীনেশ বর্মন ঘটনাস্থলেই মারা যায়। চালকসহ ট্রাকের উপর থাকা আরো চারজন আহত হয়।
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত দু’জন। এরা হলেন, ফুলপুর উপজেলার ভাইটকান্দির বাসিন্দা ওমর ফারুক, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সেলিনা আক্তার। পুলিশ জানায়, সকালে নিহত ওমর ফারুক রাস্তা পারাপারের সময় ফুলপুর থেকে বেপরোয়া গতিতে যাওয়া একটি ব্যাটারী চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সেলিনা আক্তার মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়।