সড়ক দুর্ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মী নিহত
- আপডেট সময় : ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
- / ২৭৫৪ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় সিলেটে ৪ ছাত্রলীগ কর্মী ও পাবনায় দুইযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দু’জন।
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে। গেলরাতে সিলেট-জাফলং মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, জৈন্তাপুর এলাকায় সিলেট-জাফলং মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। সকালে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, যাত্রীবাহী এস এন পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে দাশুড়িয়ার দিকে যাওয়ার সময় অপরদিকে মাইক্রোবাসটি দাশুড়িয়া হয়ে ইপিজেডে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দু’জন নিহত হয়। এসময় আহত হন আরো দু’জন।
রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন দুইজন। নিহতের স্বজনরা জানায়, বাগমারার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাস রাজশাহী যাওয়ার সময় সইপাড়া এলাকায় এসে পৌঁছালে বাসটি একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন।
বান্দরবানের রুমা উপজেলার পর্যটকবাহী একটি জিপ পাহাড়ের খাদে পড়ে ফিরোজা খাতুন এবং জয়নব নামে দুই নারী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ১০ জন। স্থানীয়রা জানায়, রুমা-কেওক্রাডং সড়কের রুমসংপাড়া ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।