সততার সাথে দায়িত্ব পালন করলে দেশ উন্নতীর শিখরে পৌছাবে : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ১০:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
যার যার অবস্থান থেকে সততার সাথে দায়িত্ব পালন করলে দেশ উন্নতীর শিখরে পৌছাবে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বলেন, দেশ এখন বিশ্বদরবারে সমাদৃত। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এলামনাই এসোসিয়েশন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রী।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এলামনাই অনুষ্ঠিত হয়েছে। এসময় জাতীয় পতাকা উত্তলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে।
মন্ত্রী আরো বলেন, জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যগুলো পূরণ করতে পারলে দেশ কাংখিত লক্ষ্যে পৌঁছাবে।
অনুষ্ঠানে শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।