সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জাতির প্রতি সেবার মনোভাব নিয়ে বিজিবির নবীন সদস্যদের দায়িত্ব পালনের আহবান
- আপডেট সময় : ০১:৩৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জাতির প্রতি সেবার মনোভাব নিয়ে বিজিবির নবীন সদস্যদের দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিজিবির ৯৫তম ব্যাচ রিক্রুট প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে দেয়া ভার্চুয়াল বক্তব্যে এ আহবান জানান তিনি। এ সময় সীমান্তে অপরাধ দমনেও বিজিবিকে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের-বীরউত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবির ৯৫তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিজিবির চারটি মূলনীতি মেনে চলার পাশাপাশি নবীণ সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী।
বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার কথা জানিয়ে, তিনি বলেন বিজিবির উন্নয়নে সবধরনে ব্যবস্থা গ্রহন করেছে সরকার। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিজিবিকে সীমান্তের অপরাধ দমনে প্রযুক্তি ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেন সরকার প্রধান। এছাড়া করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আবারও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।