সদরঘাট টার্মিনালে ভিড়তে থাকা লঞ্চে ছিল উপচে পড়া ভিড়
- আপডেট সময় : ০৪:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
পরিবার পরিজনরে সঙ্গে ঈদ-উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে রাজধানীতে ফিরছে কর্মব্যস্ত মানুষ। ভোর রাত থেকেই দেশের দক্ষিণ অঞ্চল থেকে একে একে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ভিড়ে যাত্রীবাহি লঞ্চ। প্রতিটি লঞ্চে ছিল উপচে পড়া ভিড়।
৮দিনের ছুটি শেষে ঢাকা মূখো হচ্ছে কর্মব্যস্ত মানুষ। ভোর রাত থেকে সদরঘাট টার্মিনালে একে একে ভিড়তে থাকতে যাত্রীবাহি লঞ্চ। এতে জনস্রোতে পরিণত হয় পুরো টার্মিনাল এলাকা।
২বছর পর কোনো বিধিনিষেধ ছাড়াই পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে পারায় উচ্ছ্বসিত ঢাকা মূখো এসব কর্মব্যস্ত মানুষ।
দীর্ঘ ছুটিতে এবারের ঈদ যাত্রা স্বস্তির হয়েছে বলেও জানান যাত্রীরা। তবে পরিবারের অন্য সদস্যদের গ্রামের বাড়ীতে রেখা আসা কষ্টের বলেও জানান অনেকে।
ভোরে অনেকে যানবাহন না পেয়ে পায়ে হাটা দিলেও সকালের পর যানবাহনের ভিড়ে সদরঘাট, বাংলাবাজার আর বংশাল রোডে তৈরি হয় তীব্র যানজট। এদিকে রোববার সকালেও অতিরিক্ত যাত্রীর চাপ থাকবে বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ।