সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসবে নেই তেমন কোনো বড় আয়োজন
- আপডেট সময় : ০৭:২৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
করোনার কারণে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসবে এবার নেই তেমন কোনো বড় আয়োজন। সিলেটে প্রতিবছর এই উপলক্ষে লক্ষাধিক ভক্ত সমাগম হয়। এবার সেখানে সীমিত পরিসরে স্থানীয় ইসকন মন্দিরসহ অন্যান্য দেবালয়ে অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা। সিলেট থেকে আবু বকর আল আমিনের প্রতিবেদন।
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। প্রতিবছর সিলেটে বর্নাঢ্য আয়োজন থাকলেও এবার বের হয়নি কোনো রথ। বসেনি শত বছরের পুরনো রথমেলাও। কেবল মন্দিরে মন্দিরেই চলেছে আনুষ্ঠানিকতা।
রাজপথে রথ বের না হলেও, স্বাস্থ্যবিধি মেনে মন্দিরগুলোতে ধর্মীয় আচারবিধি সম্পন্ন করা হয়েছে। ভোগ, আরতি এবং সীমিত পরিসরে প্রসাদ বিতরণ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। পৃথিবী থেকে মহামারী নির্মুল ও বিশ্বশান্তির জন্য হয়েছে যজ্ঞানুষ্ঠান।
এছাড়া, মন্দির প্রাঙ্গনে সীমিত আকারে রথে টান দিয়েছে মনিপুরী সম্প্রদায়।
আগামী পহেলা জুলাই উল্টোরথের মাধ্যমে শেষ হবে এই রথযাত্রা অনুষ্ঠান।