সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী
- আপডেট সময় : ০৯:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
- / ১৯১৭ বার পড়া হয়েছে
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। মণ্ডপে মণ্ডপে চলছে সপ্তমীর নানা আচার অনুষ্ঠান। অশুভের বিনাশ ঘটিয়ে পৃথিবীতে শুভ শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন অশুরবিনাশী দেবী দুর্গা। সকাল থেকেই মণ্ডপগুলোতে ছিল পূজা দিতে আসা ভক্তদের ভিড়।
নব পত্রিকায় প্রবেশ ও প্রতিস্থাপনের মধ্যে দিয়ে শুরু সকালে হয় মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা। খাদ্য সংকট কাটাতে ৯টি উদ্ভিদ দিয়ে সাজানো হয় নব পত্রিকা। এরপর চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হয় ত্রিনয়নী দেবী দুর্গার প্রতিমায়। দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা।
উপোষ রেখে ফুলের অঞ্জলি দিয়ে চরণামৃত পান করে দিনের শুরু করেন তারা। মায়ের কাছে ভক্তদের প্রার্থনা… যুদ্ধ, বিগ্রহ হানাহানিমুক্ত একটি শান্তির পৃথিবী। সপ্তমীতে নানা রঙের পোশাক পরে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ান ভক্তরা। তাদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়।
মহাসপ্তমী বিষয়ে ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায় বলেন, এই দিনে দেবী দুর্গার সবচেয়ে ভয়ানক রুপ অর্থাৎ কালরাত্রি রুপের পূজা করা হয়। এর ফলে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন দেবী দুর্গা।
মহাষষ্ঠীতে দেবীর আবাহনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দুবছর পর কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই হচ্ছে দুর্গাপূজা উদযাপন। নির্বিঘ্নে পূজা পালনে মন্ডবে মন্ডবে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।