সন্তানকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় আহত বাবার মৃত্যু
- আপডেট সময় : ০৩:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
- / ১৭৩০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে সন্তানকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে হাসপাতালের আইসিইউতে থাকা চিকিৎসকের মৃত্যু হয়েছে। ভোরে চিকিৎসক কোরবান আলীর মৃত্যু হয় বলে জানান তার ছেলে আলী রেজা। নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি ঈদগাঁও মাঠ সংলগ্ন জে লাইনে গত ৫ এপ্রিল কিশোর গ্যাংয়ের হামলার মুখে পড়েন দন্ত চিকিৎসক আলী রেজা।
ছেলেকে মারধর করতে দেখে বাঁচাতে গিয়ে নিজেও হামলার শিকার হন বাবা কোরবান আলী। তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। সংজ্ঞাহীন অবস্থায় কোরবান আলীকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে নেয় হয়েছিল। সেখানেই ভোরে তার মৃত্যু হয়। হামলাকারীরা স্থানীয় যুবলীগ নেতা গোলাম রসুল নিশানের অনুসারী বলে অভিযোগ করেন আলী রেজা। এদিকে ঘটনার ৬ দির পরও মামলার কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো চিকিৎসকের ছেলের বিরুদ্ধে আকবর শাহ থানায় পাল্টা মামলা নেয় পুলিশ।