সন্ত্রাসী হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
দেশব্যাপী সন্ত্রাসী হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দফতর।
নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতাগ্রহণের পর এই সতর্কতা জারি করা হলো। নির্বাচনপরবর্তী আবারও সহিংসতার আশঙ্কায় এ সতর্কতা জারি করা হয়েছে। তবে হামলার পরিকল্পনার নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য কোনো তথ্য না থাকলেও বাড়তি সতর্কতা হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে জারি করা জাতীয় সন্ত্রাসবাদ অ্যাডভাইজরিতে বলা হয়েছে– নতুন সরকার এবং ক্ষমতা হস্তান্তর নিয়ে হতাশগ্রস্ত ব্যক্তিরা হুমকি হিসেবে আবির্ভূত হতে পারেন। এদিকে, গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে ট্রাম্পের সাথে বাইডেনের নীতিগত খুব একটা পার্থক্য থাকছে না। এমনকি কিছু ইস্যুতে বাইডেন তার পূর্বসূরি ট্রাম্পের পথ পুরোপুরি অনুসরণ করবেন বলেও মনে করা হচ্ছে।