সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের কেজিতে বাড়লো ১৪ টাকা
- আপডেট সময় : ০৫:১৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বাজারে ভোজ্যতেলের সংকট কমলেও দাম আকাশচুম্বী। নতুন করে বেড়েছে পেঁয়াজের দাম; এক সপ্তার ব্যবধানে কেজিতে ১২ থেকে ১৪ টাকা। আর ঈদের পর সবজিসহ অধিকাংশ নিত্যপণ্যের দামও বেড়েছে। দ্রব্যমূল্যের টানা উর্ধ্বগতিতে চাপা ক্ষোভ সাধারণ মানুষের মাঝে। পরিবার নিয়ে টিকে থাকা ক্রমশঃ অনিশ্চিত হয়ে পড়ছে বলে আক্ষেপ জানান বাজারে আসা মানুষ।
রাজধানীর কারওয়ান বাজারে সবজি কিনতে এসে দাম বৃদ্ধি নিয়ে অস্বস্তির কথা জানান ক্রেতারা।
পাইকারি বাজার থেকে চড়া দামে সবজি কিনতে হয় সবজি বিক্রেতাদের। রমজানের পর সবজির দাম আরও বেড়েছে।
কেজিতে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে ১২ থেকে ১৪ টাকা। এ নিয়ে বিস্তর অভিযোগসহ ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতাদের অনেকেই। আর বিক্রেতারা বলছেন, আমদানী বন্ধ ও বৃষ্টির কারণে পেঁয়াজের দাম উর্ধ্বমুখী।
এদিকে বাজারে ভোজ্যতেলের সংকট কিছূটা নিরসন হলেও দাম নিয়ে জনসাধারণের এখন অতিষ্ঠ। খেটে খাওয়া মানুষের হাতের নাগালের বাইরে এখন ভোজ্য তেল।
তবে, বিক্রেতারা বলছেন, তেলের দাম বাড়বে না কমবে এই বিষয়টি খুচরা ব্যবসায়ীদের উপরে নয়।
নিত্যপণ্যের বাজার সহনীয় করে জনসাধারণের ক্রয়ক্ষমতায় মধ্যে নিয়ে আসবে সরকার এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।