সবচেয়ে কেঁচো সার কারখানা যশোরে
- আপডেট সময় : ০৭:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ১৭৫৭ বার পড়া হয়েছে
খুলনা বিভাগের সবচেয়ে কেঁচো সার কারখানা যশোরে। এখানে প্রতি মাসে ৬২ মেট্টিক টন সার উৎপাদন হয়। ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা কারখানার মালিক জানালেন, তার কাজুবাদাম, মাল্টা বাগানে ব্যবহারের প্রথমে ছোট পরিসরে করলেও ধীরে ধীরে কারখানার পরিসর বাড়ানো হয়েছে। এখন নিজের চাহিদা মিটিয়ে এই সার বিক্রি করেন তিনি। কৃষকরা বলছেন, এই সারে ফসল উৎপাদন ভালো হয়। আর কৃষি বিভাগ বলছে, সব ধরনের পরামর্শ দিয়ে সাহায্য করা হয়।
যশোরের মণিরামপুরের বলিয়ানপুর গ্রামে ইফতেখার সেলিম অগ্নি তার বাড়ির পাশে গড়ে তুলেছেন খুলনা বিভাগের সবচেয়ে বড় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার কারখানা। ছোট একটি সেডে শুরু করলেও এখন অনেকগুলো সেডে কেচো সার উৎপাদন হচ্ছে। বান্দরবনের নাইখাংছড়িতে তার গার্ডেনে এই সার ব্যবহার করা হয়।পাশাপাশি কোঁচো সার ব্যবহারে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরাও। কারখানা মালিক জানালেন, তার লক্ষ্য পর্যায়ক্রমে মাসে ৫শ’ মেট্রিকটন কোঁচো সার উৎপাদন।
কারখানার কোঁচো সার উৎপাদনের সাথে সরাসরি যারা জড়িত আছেন তারা জানালেন কিভাবে এই সার উৎপাদন হয়। ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করে উপকৃত হচ্ছেন মণিরামপুরের নার্সারি মালিক ও সবজি চাষীরা। তারা বলছেন, এতে সবজি কিংবা গাছের চারা দ্রুত বাড়ে। ফসলের ফলন বৃদ্ধি পায়। গ্রামে কারখানা হওয়ায় কর্মসংস্থান হয়েছে কয়েকজনের। কৃষি বিভাগ বলছে, কোঁচো সার জমির জন্য খুব উপকার। এতে জমির উর্বরা শক্তি বৃদ্ধি পায় এবং ফসল ভালো হয়।