সবজির বাজারে অস্থিরতা
- আপডেট সময় : ০৪:০০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
- / ১৮৭০ বার পড়া হয়েছে
পরিবহন খরচসহ নানা অযুহাতে রাজধানীর বাজারে বাড়ছে সবরকম সবজির দাম। চিনির কৃত্রিম সংকট কাটেনি একমাসেও। আবারও ঊর্ধ্বমূখী সয়াবিন তেল। সিন্ডিকেট কারসাজিতে বৃদ্ধি পাচ্ছে চালের দর। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা বেড়েছে সবরকম চালের দাম।
মৌসুমী চাল বাজারে আসতে শুরু করলেও মনিটর না করায় নিয়ন্ত্রণে নেই চালের বাজার। বাড়িয়ে দেয়া হয়েছে সবকরম চালের দাম।
রাজধানী বাজারে চিনি নিয়ে এখনও বন্ধ হয়নি লুকোচুরি। পাল্লা দিয়ে বাড়ছে আটা ও ময়দার দাম। ৫ টাকা বেড়েছে পেঁয়াজ ও রসুনের কেজি। মসুর ডালের কেজি এখন ১৪০ টাকা।
আবারও ঊর্ধ্বমূখী সয়াবিন তেল। লিটারে বেড়েছে ৩ থেকে ৫ টাকা। প্রতিদিন এভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কোন সদত্তর মিলছে না বিক্রেতাদের কাছ থেকে।
শীত মৌসুমে দাম কম থাকার কথা থাকলেও চড়া সবজির বাজার। এর আগে বিক্রেতারা বলেছিলেন, শীত আসলে সবজির দাম কমবে। তবে ক্রেতারা বলছেন, আরও বেড়েছে সবজির দাম।
এদিকে, আগুন মাছে বাজারেও, ইলিশ পাওয়া গেলেও দাম অনেক বেশি। সরবরাহ কম নদীর মাছের। চাষ করা রুই-কাতলার কেজি ৩৫০ টাকার উপরে।
এমন পরিস্থিতিতে ইচ্ছে থাকলেও পছন্দমত বাজার সারতে পারছেন না সাধারণ মানুষ। বলেছেন, কম খাওয়ার মনোভাব নিয়ে বেঁচে থাকার লড়াই করতে হচ্ছে প্রতিদিন।