সবার নজর এখন ইউক্রেন-রাশিয়া যুদ্ধে এই সুযোগে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সবার নজর এখন ইউরোপে। এই সুযোগে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। এমন খবর দিচ্ছে মধ্যপ্রাচ্যের একটি গণমাধ্যম।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে দু’টি পৃথক ঘটনায় তিনজনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি ইসরায়েলি সেনারা। এদিকে, আরেক ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত’ সন্দেহে মঙ্গলবার ভোরে দুই ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এসময় বন্দুকযুদ্ধ শুরু হলে দু’জন নিহত হয়। ফিলিস্তিন সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতরা আব্দুল্লাহ আল-হোসারি ও শাদি খালেদ নাজম।