সব এলাকা রেড জোনের আওতায় আনলো ইতালি সরকার
- আপডেট সময় : ০৮:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
আসন্ন ‘ইস্টার’ উৎসব উপলক্ষে এবার সব এলাকা রেড জোনের আওতায় আনলো ইতালি সরকার। এদিকে, যুক্তরাজ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে সাতজন মারা গেছে।
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে পুরোনো এ ধর্মীয় উৎসবে জনসমাগম ঠেকাতেই ইতালিতে তিন দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে দেশটি। করোনার তৃতীয় ঢেউ চলছে দেশটিতে। তারই জেরে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি পুরোপুরি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। তবে এ ধর্মীয় অনুষ্ঠান বাড়িতে পরিবারের সঙ্গে উদযাপনে কোনো বাধা নেই। রেড জোন ঘোষিত এলাকায় সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে ইস্টার সানডে উপলক্ষে একই এলাকায় বসবাস করা মানুষ তাদের প্রতিবেশী আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারবে। এছাড়া যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা স্বীকার করেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে সাতজন মারা গেছে। দেশটিতে গত ২৪ মার্চ পর্যন্ত প্রায় ২ কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে। তার মধ্যে ৩০ ব্যক্তির মধ্যে এমন জটিলতা দেখা দেয়।