সব কাজেই ভাগ বসাচ্ছেন ইউএনওরা অভিযোগ উপজেলা চেয়ারম্যানদের
- আপডেট সময় : ০৮:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ঠিকাদারী থেকে শুরু করে সরকারি সকল সহায়তাতেই ভাগ বসাচ্ছেন ইউএনওরা। মাঠ পর্যায়ের এই আমলাদের ক্ষমতার দাপটের কাছে জিম্মি উপজেলা চেয়ারম্যানরা। এমন অভিযোগ খোদ সরকার দলীয় চেয়ারম্যানদেরই। তারা বলছেন, এমপিদের খবরদারির কারণেও স্বাধীনভাবে কাজ করা যাচ্ছে না। উপজেলা চেয়ারম্যান সমিতির রাজশাহী বিভাগীয় সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।
রাজশাহী বিভাগীয় সম্মেলন হলেও মূলত নানা ক্ষোভ আর বঞ্চনার কথাই উঠে আসে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বক্তব্যে। তাদের অভিযোগ, ইউএনওরা এখন ভাগ বসাচ্ছেন ঠিকাদারীসহ বিভিন্ন প্রকল্পে। তাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থাই নেয়া হয় না।
ইউএনওদের ক্ষমতার দাপটে সাধারণ মানুষও অসহায় হয়ে পড়েছেন বলে অভিযোগ তাদের।
এমপিদের সঙ্গে চেয়ারম্যানদের দ্বন্দ্ব বাঁধিয়ে দলে বিভাজন সৃষ্টির পেছনে প্রশাসনের কতিপয় কর্মকর্তাও দায়ী বলে জানান তারা।
চেয়ারম্যানদের সঙ্গে ভাইস চেয়ারম্যানদের দ্বন্দ্বের বিষয়টিও স্পষ্ট হয় এ সভায়।
শনিবার জেলা শিল্পকলা একাডেমিতে রাজশাহী বিভাগের উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।