সব কিছু বিবেচনা করেই গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হবে: আবদুল জলিল
- আপডেট সময় : ০৮:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
সব কিছু বিবেচনা করেই গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছন, বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল। রাজধানীর বিয়াম ভবনে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের এর প্রস্তাবিত দামের উপর গণশুনানিতে তিনি একথা বলেন।আর শুনানীতে অংশ নিয়ে গ্যাসের মূল্যর উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। তারা বলছেন, গাসের দাম বাড়ানো হলে জনজীবনে নাভিশ্বাস উঠবে আর সমাজ ও অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে।
বিশ্ববাজারে জ্বালানির দামবৃদ্ধির ফলে বাংলাদেশেও ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়াতে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির কাছে প্রস্তাব দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলা।
এ নিয়ে গত সোমবার থেকে শুনানি শুরু করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি। বৃহস্পতিবার জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের প্রস্তাবিত দামের উপর শুনানি হয়।
শুরুতেই জালালাবাদ গ্যাস কম্পানির পক্ষ গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরা হয়।
শুনানিতে অংশ নিয়ে মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মূল্যবৃদ্ধির এ আয়োজনের সমালোচনা করে জ্বালানির দাম না বাড়ানোর পরামর্শ দেন তারা।
বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও সাধারণ মানুষের কথা বিবেচনা করেই গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান, বিইআরসির চেয়ারম্যান।
শেষ হয়েছে ডিস্ট্রিবিউশন কম্পানিগুলের প্রস্তাবিত দামের উপর শুনানি। এর পর তিন মাসের মধ্যে সিদ্ধান্ত দিবে বিইআরসি।