সব চক্রান্ত প্রতিহত করে জাকের পার্টি নির্বাচনে অংশ নেবে : দলটির চেয়ারম্যান
- আপডেট সময় : ০৮:২১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
- / ২৪৯১ বার পড়া হয়েছে
দেশে জাতীয় নির্বাচন পণ্ডের গভীর চক্রান্ত হচ্ছে। সব চক্রান্ত প্রতিহত করে জাকের পার্টি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে দলটির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। তিনি বলেন, জাকের পার্টি যে দলকে সমর্থন দেয়, তারাই ক্ষমতায় যায়। শেরপুরে এক সম্মেলনে একথা বলেন তিনি।
প্রতিবছরের মতো এবারও পবিত্র শব-ই-বরাত উপলক্ষে, শেরপুরের পাকুরিয়ায় মহা ইসলামী সম্মেলন করে হয় জাকের পার্টি। এই সম্মেলনে দেশের ৬৪ জেলা থেকে লাখো লাখো মুসুল্লির সমবেত হন।
জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, দেশেরে এই কঠিন পরিস্থিতি থেকে বের হতে হলে একজন সঠিক নেতা আর সংগঠন প্রয়োজন। সেই মুক্তিকামী সংগঠন জাকের পার্টি এবং নেতা মোস্তফা আমীর ফয়সল।
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে উল্লেখ করে সরকারকে সহযোগিতা করতে হবে জানান জাকের পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের ওপর আঘাত হানার নীল নকশা হচ্ছে।
কোনো ব্যক্তি ও গোষ্ঠি স্বার্থে ব্যস্ত থাকলে জাতিকে কঠিন খেসারত দিতে হবে বলেও সতর্ক করে দেন মোস্তফা আমীর ফয়সল।