সব জল্পনার অবসান ঘটিয়ে ৩৫তম লা লিগার শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ
- আপডেট সময় : ০৩:৩৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
সব জল্পনার অবসান ঘটিয়ে ৩৫তম লা লিগার শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ। এস্পানিওলের জালে গোল উৎসব করে লা লিগা শিরোপা নিশ্চিত করেছে লস ব্ল্যাঙ্কোসরা। শনিবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ৪ গোলে এস্পানিওলকে উড়িয়ে দেয় কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।
ড্র হলেই নিশ্চিত হবে লা লিগার শিরোপা। এমন সমীকরনে খেলতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয় লস ব্ল্যাঙ্কোসরা। ৩৩ মিনিটে রদ্রিগোর গোলে লিড নেয় রিয়াল। বিরতিতে যাওয়ার আগে নিজের দ্বিতীয় গোল করে লিড দ্বিগুণ করেন রদ্রিগো। বিরতি থেকে ফিরে আরো আক্রমণাত্মক করিম বেনজেমারা। ৫৫ মিনিটে মার্কো আসেন্সিওর গোলে লিড ৩-০ করে রিয়াল। এরপর ম্যাচের ৮৪ মিনিটে দারুন এক গোল করে দলের জয় নিশ্চিত করেন করিম বেনজেমা।এই গোলের পরই মেক্সিকান ওয়েভ দিয়ে গ্যালারিতে শুরু হয় শিরোপা উৎসব। রিয়াল সমর্থকদের ‘চ্যাম্পিয়োন্স’ শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বার্নাব্যু। এদিকে রাতের অন্য ম্যাচে এথলেটিকো বিলবাওয়ের কাছে ২-০ গোলে হেরেছে এটলেটিকো মাদ্রিদ।