সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর নিরপেক্ষ সরকারের রূপরেখা দেয়া হবে: ফখরুল
- আপডেট সময় : ০৮:০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবার সঙ্গে আলোচনার পর নিরপেক্ষ সরকারের রূপরেখা দেবে বিএনপি।
বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে আওয়ামী লীগ। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। রিফাত শিশিরের প্রতিবেদন।
বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থাসহ সমসাময়ীক রাজনৈতিক বিষয় নিয়ে বিএনপি’র গুলশান অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিয় করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় তিনি বলেন,সরকার ব্যক্তিকেন্দ্রিক সংবিধান তৈরী করে দেশে ফ্যাসিবাদি বাকশালকে প্রতিষ্ঠিত করেছে।
বাজেট ও মুদ্রানীতিতে জনগনের স্বস্তির কিছু নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগনের কাছে এ সরকারের কোন দায়বদ্ধতা নেই।
ঈদের পর নির্দলীয় সরকারের রুপরেখা দেয়ার পাশাপাশি আন্দোলন আরো জোরদার হবে বলেও জানান মির্জা ফখরুল ।