সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নওগাঁর নির্বাচনী গণসংযোগ
- আপডেট সময় : ০৫:৩৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ১৭৩২ বার পড়া হয়েছে
নওগাঁয় সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নির্বাচনী গণসংযোগ। এরইমধ্যে অফিস ভাংচুর ও পাল্টাপাল্টি হুমকির অভিযোগ উঠেছে প্রার্থীদের বিরুদ্ধে। রিটানিং কর্মকর্তার কাছে জমা পড়েছে বেশ কিছু লিখিত অভিযোগ। এবারের নির্বাচনে আওয়ামী লীগের জন্য বড় বাধা স্বতন্ত্র প্রার্থীরা।
প্রতীক বরাদ্দের নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের কাছে হাজির হচ্ছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে আওয়ামী লীগের জন্য বড় বাধা নিজ দল থেকে দাঁড়ানো স্বতন্ত্ররা। বিশেষ করে নওগাঁ-৩ ও ৪ আসনের সরকারের দুই এমপি নৌকা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। এতে ফলাফল কি দাঁড়াবে তা আঁচ করা মুশকিল। তবে প্রচার-প্রচারণায় সবার মুখেই উন্নয়ন করার প্রত্যাশা।
নির্বাচনের মাঠে একে অপরের প্রতি অভিযোগের পাল্লাও বেশ ভারি। অফিস ভাংচুরসহ নানা হুমকির ঘটনাও ঘটছে। এসব নিয়ে রিটানিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগও জমা পড়েছে। তবে জেলা রিটানিং কর্মকর্তা বলছেন, প্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। নিরপেক্ষ নির্বাচনে সব প্রার্থীর সহযোগিতা চেয়েছেন এই কর্মকর্তা। নওগাঁর ৬ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র থেকে মোট ৩২ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।